নাচোলে কর্তব্যরত ডাক্তারের অবহেলায় প্রসুতির মৃত্যু’র অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কর্তব্যরত ডাক্তারের অবহেলায় এক প্রসুতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃতের পরিবারের তথ্যমতে গত রবিবার গভীর রাতে উপজেলার শিংরইল গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে শামশুন্নাহার (২২) গর্ভবর্তী অবস্থায় ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত নাচোল হাসপাতালে নিয়ে আসে। প্রথমে মেডিকেল ক্যাম্পাসে সিনিয়র স্টাফ নার্স মালার বাসায় নিয়ে ডেলিভারীর চেষ্টা করা হয়। কিন্তু রোগীর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ আজিম রেজা ও মেডিকেল এ্যাসিষ্ট্যান্ড ইসলাম উদ্দিন দায়িত্বে ছিলেন। রোগীর অবস্থা বেশি খারাপ হলে তার পরিবারের লোকজন এ্যাম্বুলেন্স এর জন্য ছুটোছুটি করতে থাকে কার কাছে গিয়ে এ্যাম্বুলেন্স পাবে। শেষ পর্যন্ত মেডিকেল এ্যাসিষ্ট্যন্ড ইসলাম উদ্দিনের কাছে অনেক অনুরোধ করে এ্যাম্বুলেন্স পাবার জন্য। কিন্তু রোগী রেজিষ্টার্ড খাতায় ভর্তি না থাকায় ওই ডাক্তার এ্যাম্বুলেন্স দিবেনা বলে সাফ জানিয়ে দেন। পরে ভোর ৪টা ৪৫মিনিটে কর্তব্যরত ডাঃ আজিম রেজাকে অবহিত করলে তিনি ৫টার পর এ্যাম্বুলেন্স নিয়ে রাজশাহী যাওয়ার অনুমতি দেন। এরপর রোগী গোদাগাড়ী যেতে না যেতেই মারা যায়। এব্যাপারে কর্তব্যরত ডাঃ আজিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রোগীটি ১টা ৩০মিনিটে হাসপাতালে এলেও হাসপাতালের কোন স্টাফ তাকে অবহিত করেনি। জানার পরপর রোগিটি রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিয়েছি। এব্যাপারে হাসপাতালের ইউএইচএ ডাঃ শফিকুল ইসলামের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, নাচোল/ ২৬-০৫-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, নাচোল/ ২৬-০৫-১৫