বরেন্দ্র অঞ্চলে পানি সংকট ॥ বিডিপি’র প্রতিনিধি দলের নাচোল সফর
বরেন্দ্র ভুমি খ্যাত নাচোলে পানির সংকট দিন দিন বাড়ছে। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর ১২০ থেকে ১৪০ ফুট নিচে নেমে গেছে। এই অঞ্চলের পানির সংকট ও সমাধানের লক্ষে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের অংশ হিসেবে সোমবার বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর নেদারল্যান্ড-বাংলাদেশের একটি প্রতিনিধি দল নাচোল উপজেলা সফর করেছেন। ডেল্টা প্ল্যানের সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট (আইডব্লিউএম) ড. ফারুক আহমেদ মহিউদ্দীন, পলিসি অ্যান্ড প্ল্যানিং এক্সপার্ট উইলিয়াম ওলেয়ম্যানস, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এক্সপার্ট ক্যাথরিন টেরিসা ভ্যান স্কেলটিংগা, অ্যাসিস্ট্যান্ট টিম লিডার মাইকেল ডি বোর, সিনিয়র কনসালটেন্ট মোল্লা রুহুল আমিন, সোসিওলজিস্ট মিনহাজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর আকরাম হোসেন চৌধুরী ও কনসালটেন্ট (ইনভেস্টমেন্ট প্ল্যানিং) আতিকুর রহমান পানি সংকট নিয়ে সরাসরি এলাকার কৃষকসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ সহকারী প্রকৌশলী শাহ মোহাম্মদ মন্জুরুল হক, প্রভাষক সাইফুল ইসলাম, এসেডোর ফিল্ড ফ্যাসিলেটিটর আজহার আলী, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের মাঠ প্রকৌশলী রাফিউর রহমান, বারসিক নাচোল রিসোর্স সেন্টারের সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু এবং সাংবাদিক সাজিদ তৌহিদ। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেনÑআবদুল অহাব, দুলু, তৈমুর রহমান, আনারুল ইসলাম, হুদা প্রমুখ। এসময় কৃষকরা উপজেলায় চরম সেচ সংকট মোকাবেলায় নদী থেকে খালের মাধ্যমে নাচোল উপজেলায় পানি সরবরাহের জন্য প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, নাচোল/ ২৬-০৫-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, নাচোল/ ২৬-০৫-১৫