ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজসহ অর্থ প্রদান
“আউশ চাষে দু:খ নাশে ভাল জাতের চাষ, ঘরে ঘরে সোনার ফসল সুখ বার মাস” শে¬াগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলাহাট কৃষি অফিসের উদ্যোগে বিনামূলে সার-বীজসহ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার সকালে কৃষি অফিসের নিজস্ব কার্যালয় চত্বরে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস প্রধান অতিথি থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও অর্থ প্রদান করেন। মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধানচাষে সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত মো: রফিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, অফিসার ইনর্চাজ মহসীন আলী, আলীগ ভোলাহাট শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলী আমিনুল হক। এ কার্যক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। এসময় উপজেলার ৩’শ ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৩শত ৪০জনকে উফশী আউশের ৫কেজি বীজ, ২০কেজি ইউরিয়া সার, ১০ কেজি পটাশ, ১০ কেজি ডিএপি ও সেচ সহায়তা হিসেবে ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে ৪শত টাকা ও ৩০জন জন নেরিকা আউশের ১০কেজি বীজ, ২০কেজি ইউরিয়া সার, ১০ কেজি পটাশ, ১০ কেজি ডিএপি ও সেচ সহায়তা হিসেবে ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে ৪শত টাকা ও আগাছা দমনের জন্য ৪শত টাকা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০৫-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০৫-১৫