শিবগঞ্জে ফার্মেসীতে অভিযান > বিপুল পরিমান সরকারী ও ভারতীয় ঔষধসহ ৪জন গ্রেফতার

মঙ্গলবার  সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে  ৪টি ফার্ম্মেসী থেকে বিপুল পরিমান  অবৈধ  ঔষধ  উদ্ধার করেছে  শিবগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অবৈধ ঔষধ রাখার দায়ে ৪ জনকে গ্রেফতারও করেছে।
শিবগঞ্জ থানা  পুলিশ ও জাতীয় নিরাপত্তা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ  অফিস সূত্রে জানা গেছে. গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায়  নির্র্বাহী ম্যাজিস্ট্রেট,সহকারী কমিশনার (ভূমি)  আফাজ উদ্দিনর ও জাতীয় নিরাপত্তা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার উপপরিচালক মোহাঃ শামসুজ্হোর নেতৃত্বে শিবগঞ্জ থানা  পুলিশ ও  গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল মঙ্গলবার সন্ধ্যা হতে রাত প্রায় ৯ পর্যন্ত মনাকষা বাজারে মা, তাসলিমা , নিশাত ও অমিও ফাম্মেসীতে অভিযান চালিয়ে ৩৩ ধরণের  বিপুল পরিমান   সরকারী, মেয়াদ উত্তীর্ন  ও ভারতীয় ঔষধ  উদ্ধার করেছে। ঔষধগুলির মধ্যে সরকারী ্ঔষধ রয়েছে টেট্রাসাইক্লিন, সেফ্রাডিন,এমক্সোশিলিন, ফ্লুকক্সিনসহ ৩৩ ধরণের ঔষধ ও ভারতীয় বিভিন্ন ধরনের নেশা  ও যৌন উত্তেজনমূলক ট্যাবলেট ও ইনজেকশন।  এ সময় অমিও ফার্ম্মেসীর মালিক ও চৌকা খড়িয়াল গ্রামের মৃত আলহাজ মনজুর হোসেনের পুত্র আলফাজ উদ্দিন(৪৮) সাতরশিয়া গ্রামের মৃত মান্নানের পুত্র ও মা ফার্ম্মেসীর মালিক সাইরন(২৮), হাউসনগর গ্রামের   মৃত লোকমান মাওলানা পুত্র ও নিশাত ফার্ম্মেসীর মালিক হাবিবুল্লাহ(৩০) ও  রানীনগর গ্রামের শ্রী উদয়ের পুত্র ও তাসলিমা ফার্ম্মেসীর কর্মচারী শ্রী শ্যামলকে গ্রেফতার করা হয়। তবে এ ব্যাপারে এ সংবাদ লিখা পর্যন্ত কোন মামলা হয়নি ।  গোয়েন্দা সংস্থা জানায় সবচেয়ে সরকারী ও ভারতীয় ঔষধ পাওয়া গেছে তাসলিমা ফাম্মেসীতে। তারা আরো জানান নেশা ও যৌন উত্তেজনা মূলক ট্যাবলেট ও ইনজেকশন পাওয়া গেছে নিশাত ও মা ফাম্মেসীতে। উল্লেখ্য যে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত মনাকষা বাজারে  প্রায় ২৫/৩০টি ফার্¤েী বন্ধ থাকায় অনেক রোগী বিড়ম্বনার শিকার হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-০৫-১৫