গোমস্তাপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাহেবজান সায়েম (৩৫) নামে এক যুবকের আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেবজান রহনপুর পৌরএলাকার গম্বুজপাড়ার জামাল শেখের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে রহনপুর পৌরসভার গম্বুজপাড়া মহল¬ার জামাল শেখের ছেলে সাহেবজানের লাশ তার বাড়ীর পার্শ্বের মাঠে একটি ছোট আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে সাহেবজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৭-০৫-১৫

,