কৃষ্ণগোবিন্দপুরে দু’ শ চক্ষুরোগিকে দেয়া হল বিনামূলে চিকিৎসা সেবা

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার কৃষনগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,  কৃষনগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সমৃদ্ধি কর্মসুচীর আওতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ ক্যাম্পের আয়োজন করে। এতে, এলাকার দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়।
এদিকে, একই অনুষ্ঠানে এলাকার অতিদরিদ্র ১৮৫টি পরিবারের মাঝে বিনামুল্যে স্যানিটারি ল্যাট্রিন বিতরন হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-১৫