ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে একাংশের বিক্ষোভ সমাবেশ

সদ্য গঠিত চাঁপাইনবাগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রলীগের একাংশ।
সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ‘জেলা ছাত্রলীগের ও সচেতন ছাত্রবৃন্দে’ ব্যানারে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদ ও লেলিন প্রমাণিকের বের হওয়া মিছিলে গঠিত কমিটির নেতাদের বিরুদ্ধে শ্লোগান দেয়। একই মিছিলে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের পক্ষেও শ্লোগান তোলা হয়। মিছিলের ব্যানারে গঠিত কমিটির সভাপতিকে অছাত্র, চাঁদাবাজ ও নেশাখোর উল্লেখ করা হয়।
পরে শহীদ সাটু হল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদ, লেলিন প্রামাণিক, ওয়াহেদুজ্জামান বাবু।
সমাবেশে ওহিদ তার বক্তব্যে বলেন, অছাত্র, নেশাখোর, চাঁদাবাজকে সভাপতি বানিয়ে কমিটি দেয়া হয়েছে। এই কমিটির সঙ্গে ছাত্রলীগের সর্ম্পক নেই। তিনি আগামী সাতদিনের মধ্যে গঠিত কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন।
লেলিন প্রামাণিক তার বক্তব্যে বলেন, সম্মেলন হওয়ার কথা ছিল কোন রকম সম্মেলন না করে, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানের সঙ্গে আলোচনা না করে কুচক্রি মহলের ইশারায় কমিটি দেয়া হয়েছে। এতে সংগঠনের ত্যাগি নেতার বঞ্ছিত হয়েছে।
এদিকে, নবগঠিত কমিটির সভাপতি সাকিউল ইসলাম সাকিলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোকে অবান্তর উল্লেখ করে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি যথাযথভাবে অনুসন্ধান করে বিচার করে কমিটি এই কমিটি দিয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন’।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-১৫