দীর্ঘ বিরতীর পর আবারও শহরে ককটেলের শব্দ

৫ জানুয়ারি থেকে প্রায় চার মাস বিএনপি জামায়াতের লাগাতর অবরোধ আর থেমে থেমে হরতাল কর্মসুচি চলাকালে জেলাজুড়েই ককটেলের বিকট বিকট শব্দ জনজীবনে একরকম সহনীয়! মাত্রা পেয়ে বসেছিল। ককটেল বিষ্ফোরণের ঘটনা তৎক্ষণিক আত্মংক সৃষ্টি করলেও দফায় দফায় বিষ্ফোরণ মানুষের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। কিন্তু গেল দেড়, দু’ মাস থেকে সেই চিত্র পাল্টে গেছে। মাসখানেক আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের কলোনীপাড়া মোড়ে একটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ছাড়া ককটেলের শব্দ কানে আসেনি শহুরে জীবনে। তবে, দীর্ঘ বিরতীর পর বুধবার আবারও চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিপরীত চিন্তার রাজনৈতিক দলগুলোর কোন উত্তাপ ছাড়াই হটাৎ ককটেল বিষ্ফোরণের ঘটনা সাধারণ মানুষের মাঝে আত্মংক সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে হটাৎকরে চাঁপাইনবাগবঞ্জ সরকারি কলেজ গেটের কাছে তার কিছু পরেই কাঠালবাগিচা এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ১০ দিকে শহরে পর দুটি ককটেল বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর হটাৎ ককটেল বিষ্ফোরণের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৫-১৫