শিবগঞ্জে পুকুর থেকে ২ মাসের শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনামসজিদ এলাকায় পুকুর থেকে তমা নামের দুই মাসের এক শিশুর লাশ উদ্ধা করেছে এলাকাবাসী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর  গ্রামের কামালের মেয়ে ও একই ইউনিয়নের সোনাপুর গ্রামের এরফানের নাতনী তুরাইয়া খাতুন তমা শনিবার রাত ১২টার পর থেকে  নিখোঁজ ছিল।
পরদিন রোববার সকাল ৫টার দিকে এরফানের বাড়ির পার্শবর্তী  পুকুর থেকে শিশুটির  লাশ উদ্ধার  করে এলাকাবাসী।
শিশু মৃত্যুর পর থেকে তার মা ফরিদা বেগম জ্ঞান হারিয়ে ফেলে।
এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান এ ধরণে কোন তথ্য  তাদের জানা নেই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৩-০৫-১৫

,