ভোলাহাটে ৪১ শতাংশ কাঁচা রাস্তা পাকা করার দাবী
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মোট রাস্তার ৪১ শতাংশই রাস্তা কাঁচা। রাস্তাগুলো পাকা করার দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়ন হয়নি।
ভোলাহাট উপজেলার এলজিইডি অফিস সূত্রে জানান গেছে, উপজেলা পর্যায়ে মোট রাস্তা ৩৬.৭১কি:মি এর মধ্যে পাকা রাস্তা ৩০.৯৮ কি:মি: ও কাঁচা রাস্তা ৫.৭৩ কি:মি:। ইউনিয়ন পর্যায়ে মোট রাস্তা ২৫.৮৪ কি:মি: এর মধ্যে পাকা ২২.২৮ কি:মি: ও কাঁচা রাস্তা ৩.৫৬ কি:মি:। গ্রামীন পর্যায়ে মোট রাস্তা ৭৩.২২কি:মি: এর মধ্যে পাকা ২৬.০৮কি:মি; এবং কাঁচা ৪৭.১৪কি:মি:। সর্বমোট ১শত ৩৫.৭৭ কি:মি: এর মধ্যে পাকা রয়েছে ৭৯.৩৪ কি:মি: এবং কাঁচা রয়েছে ৫৬.৪৩ কি:মি:। এলাকাবাসি যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করে অর্থনৈতিক উন্নয়নের দাবীতে তিন পর্যায়ের যে সব পাকা রাস্তা রয়েছে তা নিম্নমানের হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল চরম বাধা গ্রস্থ হয়ে পড়েছে। ফলে রাস্তাগুলো সং¯কার করার এবং কাঁচা রাস্তাগুলো পাকা করে ভোলাহাট উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এমনটা দাবী সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৩-০৫-১৫
ভোলাহাট উপজেলার এলজিইডি অফিস সূত্রে জানান গেছে, উপজেলা পর্যায়ে মোট রাস্তা ৩৬.৭১কি:মি এর মধ্যে পাকা রাস্তা ৩০.৯৮ কি:মি: ও কাঁচা রাস্তা ৫.৭৩ কি:মি:। ইউনিয়ন পর্যায়ে মোট রাস্তা ২৫.৮৪ কি:মি: এর মধ্যে পাকা ২২.২৮ কি:মি: ও কাঁচা রাস্তা ৩.৫৬ কি:মি:। গ্রামীন পর্যায়ে মোট রাস্তা ৭৩.২২কি:মি: এর মধ্যে পাকা ২৬.০৮কি:মি; এবং কাঁচা ৪৭.১৪কি:মি:। সর্বমোট ১শত ৩৫.৭৭ কি:মি: এর মধ্যে পাকা রয়েছে ৭৯.৩৪ কি:মি: এবং কাঁচা রয়েছে ৫৬.৪৩ কি:মি:। এলাকাবাসি যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করে অর্থনৈতিক উন্নয়নের দাবীতে তিন পর্যায়ের যে সব পাকা রাস্তা রয়েছে তা নিম্নমানের হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল চরম বাধা গ্রস্থ হয়ে পড়েছে। ফলে রাস্তাগুলো সং¯কার করার এবং কাঁচা রাস্তাগুলো পাকা করে ভোলাহাট উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এমনটা দাবী সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৩-০৫-১৫