নিরাপদ ফল উৎপাদন বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

‘নিরাপদ ফল উৎপাদন, কীটনাশক-প্রিজারভেটিভস এর ব্যবহার ও জনস্বাস্থ্যর উপর এর প্রভাব বিষয়ে আমাদের করনীয়’ শীর্ষক গণসচেতনামূলক সেমিনার রবিবার স্থানীয় শহীদ সাটু হলে অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৭ সাল থেকে বিভিন্ন জনগুরুত্বপূর্ন ও আর্তমানবতার সেবায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি ও নেলসন ম্যান্ডেলা  মেমোরিয়াল ফাউন্ডেশনের আযোজনে অনুষ্ঠিত সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
মাদার তেরেসা ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও কনজুমারস এসোসিয়েসন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী’র সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনিষ্টিটিউট, গাজীপুরের মহাপরিচালক ড.রফিকুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের (আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষষনা কেন্দ্র) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হটিকালচার সেন্টারের উপপরিচালক ড. সাইফুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নাজমুল বারী।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল, ঢাকার পরিচালক (পূষ্টি) ড.মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম গবেষনা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড.শরফউদ্দিন। সভা সমন্বয় করেন  উন্নয়নকর্মী মীর আহমেদ আলী টুটুল ও আলতাফ হোসেন।
সেমিনারে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জের আমচাষীরা গত মৌসুমে যথাযথভাবে পরীক্ষা না করেই এ অঞ্চলের বিপুল পরিমান আম ‘বিষাক্ত ক্যামিকাল যূক্ত’ এমন অভিযোগ তুলে নষ্ট করার কঠোর সমালোচনা করেন। তারা বিশেষজ্ঞ এবং যথাযথ ফরমালিন সনাক্তকরণ যন্ত্র দিয়ে আম পরীক্ষার দাবি করেন।
সেমিনারে সবাইকে নিরাপদ আম উৎপাদন ও বাজারজাত করণে সজাগ থাকার উপর গুরুত্বারোপ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৫-১৫