আর স্যাটল নয়, ডিসেম্বরের মধ্যেই সরাসরি চলবে আন্তঃনগর ট্রেন-লিটন

চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি জেলা থেকে সরসারি আন্তঃনগর ট্রেন চলাচল আগামী ডিসেম্বেরের মধ্যেই বাস্তবায়ন হবে। এখন স্যাটল ট্রেনের ( আন্তঃনগর ট্রেনের সংযুক্ত ট্রেন) মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের মানুষ রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেনে যাতায়াত করছেন। তখন আর স্যাটল ট্রেন নয়, সরাসরি চলবে আন্তুঃনগর ট্রেন।  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচএম খাইরুজ্জামান লিটন এ কথা জানিয়েছেন। তিনি বলেন,  ‘আগামী ১৬ মে চাঁপাইনবাবগঞ্জে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষনা দিবেন’। প্রধানমন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সফর উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যতদ্রুত সম্ভব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বন্ধ হয়ে যাওয়া সিল্ক কারখানাগুলো চালু করে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। সভায় এইচএম খাইরুজ্জামান লিটন আরো বলেন গত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। যার খেসারত এখন তাদের দিতে হচ্ছে। ঢাকা ও চট্রগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারনে অধিকাংশ সেন্টারে এজেন্ট দিতে পারেনি। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীরীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ এমপি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৫