নাচোলে পাকারাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে

 নাচোলে পাকারাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেপুর ইউপির টাকাহারা মোড় থেকে ফুরশেদপুর হাট পর্যন্ত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে ৫৬ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১৬শ’ ১০মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আ’লীগের সভাপতি মু.আবু বকর সিদ্দিক, বিএমডিএর নাচোল জোনের সহকারি প্রকৌশলী শাহ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহম্মেদ, ফতেপুর ইউপি আ’লীগের সভাপতি ইসরাইল হক ও সেক্রেটারি খাইরুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা/ ০৫-০৫-১৫