নাচোলে স্নাতকপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

নাচোলে স্নাতক (পাস) ও সমপর্যায়ের কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরনের উদ্বোধন করা হয়েছে। প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বরাদ্দ থেকে নাচোল উপজেলার ২শ’ ১২ জন শিক্ষার্থীকে বই কেনা এবং পরীক্ষার ফরম পূরণ বাবদ ৫ হাজার টাকা করে শিক্ষাসহায়তার (উপবৃত্তির) চেক তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।  মঙ্গলবার নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ রাশেদ ওয়াসিফ-এর সভাপতিত্বে চেক বিতরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা/ ০৫-০৫-১৫