চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে চালু হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজে চালু হতে যাচ্ছে মাল্টিমিডিয়া  ক্লাস। এ জন্য ইতোমধ্যে বিভিন্ন বিভাগের হাতে এসে পৌছেছে কম্পিউটার এবং  বিভিন্ন ক্লাস রুমে লাগানো হয়েছে প্রোজেকটর ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া বলেন, ‘আমরা কলেজের নিজস্ব অর্থায়নে ২০১৩ সালে  প্রাণী বিদ্যা বিভাগে সর্বপ্রথম মাল্টিমিডিয়া ক্লাশ শুরু করি এবং এবার কলেজের ৬টি রুমে ক্লাস চালু করতে যাচ্ছি’। তিনি জানান, প্রথমধাপে অর্নাস পর্যায়ে পদার্থ বিজ্ঞান বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগে ২টি, একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য ২টি ক্লাসরুম,মানবিক বিভাগের জন্য ১টি ,বানিজ্য বিভাগের জন্য ১টি ক্লাস সহ দ্বাদশ বিজ্ঞান বিভাগের জন্য ২টি রমে ক্লাস এর ব্যবস্থা করা হয়েছে।   দ্রুত কলেজের প্রতিটি বিভাগে মাল্টিমিডিয়া ক্লাস চালু করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘আমরা প্রতিটি ক্লাসের জন্য প্রত্যেক বিভাগকে ইতোমধ্যে সিলেবাস ভিত্তিক লেকচার সহ অন্যান্য লেকচার  পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে সাজিয়ে তা রেডি রেখেছি। আশা করছি এমাসের মধ্যে আমরা একটি নিদিষ্ট দিনে এ ক্লাসের শুভ উদ্ভোধন করবো’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৫