ট্রাক মালিক শ্রমিকদের কর্মসুচি প্রত্যাহার > স্বাভাবিক হয়েছে সোনামসজিদ বন্দরের পণ্য পরিবহন

আন্দোলনের চারদিনের মাথায় বুধবার দুপুর থেকে স্বাভাবিক হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্য পরিবহন। ট্রাক মালিক শ্রমিকদের বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ কর্মসুচিকে ঘিরে উদ্ভুত পরিস্থিতে প্রশাসনিক হস্তক্ষেপে উভয় পক্ষের সঝোতায় কর্মসুচি প্রত্যাহার হলে পণ্য পরিবহন স্বাভাবিক হয়।
সোনামসজিদ স্থল বন্দরে মধ্যস্বত্তভোগীদের চাঁদাবাজি ও শ্রমিক হয়রানী প্রতিবাদে গেল রোববার থেকে শহরের কেন্দ্রীয় ট্রাক ট্রামিনালে বন্দরগামী ট্রাক আটকে দিয়ে মালিক শ্রমিকরা অবস্থান কর্মসুচি শুরু করে। ফলে সোনামসজিদ স্থলবন্দরে সৃষ্টি হয় ব্যাপক পণ্যজট। উদ্ভুত পরিস্থিতি মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষ পুণরায় বৈঠকে বসে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক মালিক সমিতি’র সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছে, দীর্ঘ বৈঠকে আগামী ৭ দিনের মধ্যে বন্দরের পণ্য পরিবহন, ভাড়া নির্ধারণের নীতিমালা তৈরীসহ বিভিন্ন সমস্যা সমাধানে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে দুপুরে মালিক শ্রমিকদের কর্মসুচি পত্যাহার করা হয়।
এদিকে, কর্মসুচি পত্যাহারের পর বন্দরে শুরু হয় পণ্য পরিবহনের স্বাভাবিক কার্যক্রম।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৫