ভারত থেকে সীমান্ত পেড়িয়ে আসছে রাইস মিলের যন্ত্রাংশ > বিজিবি’র হাতে আটক
এবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে ঢুকছে রাইস মিলে ব্যবহার করা বিভিন্ন যন্ত্রাংশ। এমনই একটি চালান শিবগঞ্জ সীমান্তে শনিবার বিজিবি’র হাতে ধরা পড়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে ফেন্সিডিলও।
৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মিন্নাত আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার দুপুরে ব্যাটালিয়নের সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো. শামছুর রহমানের নেতৃত্বে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা পোট লিংক লিমিেিটডের ৩নং গেইট সংলগ্ন রাস্তার উপর একটি সিএনজিতে তল্লাশী চালায়। এ সময় টহল দল সিএনজিটি হতে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় রাইসমিলে ব্যবহারযোগ্য ভারতে তৈরী একশতটি নেট এবং চারটি রাবার রোলার উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লক্ষ ২৮ হাজার টাকা । এদিকে একই দিন বেলা এগারোটায় অপর এক অভিযানে ব্যাটালিয়নের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত ফাঁড়ির অপর একটি বিশেষ টহল দল সুবেদার সৈয়দ শাহজাহান আলীর নেতৃত্বে দাদনচক এরাকায় রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিল ও ১টি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে। শনিবার উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ শুল্ক কার্যালয় ও থানায় জমা করা হয়েছে এবং ঘটনাগুলির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৫-১৫
৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মিন্নাত আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার দুপুরে ব্যাটালিয়নের সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো. শামছুর রহমানের নেতৃত্বে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা পোট লিংক লিমিেিটডের ৩নং গেইট সংলগ্ন রাস্তার উপর একটি সিএনজিতে তল্লাশী চালায়। এ সময় টহল দল সিএনজিটি হতে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় রাইসমিলে ব্যবহারযোগ্য ভারতে তৈরী একশতটি নেট এবং চারটি রাবার রোলার উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লক্ষ ২৮ হাজার টাকা । এদিকে একই দিন বেলা এগারোটায় অপর এক অভিযানে ব্যাটালিয়নের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত ফাঁড়ির অপর একটি বিশেষ টহল দল সুবেদার সৈয়দ শাহজাহান আলীর নেতৃত্বে দাদনচক এরাকায় রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিল ও ১টি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে। শনিবার উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ শুল্ক কার্যালয় ও থানায় জমা করা হয়েছে এবং ঘটনাগুলির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৫-১৫