ভলিবল লীগে মোহামেডান ও জয়েন্ট ব্রাদার্সের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে শুভ উদ্বোধন হলেগেল ভলিবল লীগ প্রতিযোগিতা ২০১৪-১৫ এর প্রথম রাউন্ডের শনিবারের খেলায় জয় পেয়েছে মোহামেডান ক্রিকেট ক্লিনিক ও জয়েন্ট ব্রাদার্স। দিনের প্রথম খেলা মোহামেডান ক্রিকেট ক্লিনিক ২৫-৯, ২৫-৫ পয়েন্টে পাঠানপাড়া যুব কল্যাণ  সমিতিকে এবং ২য় খেলায় জয়েন্ট ব্রাদার্স ক্লাব ২৫-২৩, ২৫-১৯ পয়েন্টে সোনালী অতীত কে পরাজিত করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৩-০৫-১৫