কলেজ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল সড়ক ব্যবহার বিধি বিষয়ক কর্মশালা

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবহার বিধি এবং ট্রাফিক আইন/সিগন্যাল বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মনিমূল হক ভবনে বাংলাদেশ রোড ট্রান্সপোট অর্থরিটি (বিআরটিএ)  সহকারি পরিচালক ইঞ্জিনিয়িারিং স্বদেশ কুমার দাস এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধাক্ষ প্রফেসর মোঃ ইব্রাহিম, সহকারি কমিশনার রুমন কুমার দে,সদর ট্রাফ্রিক ইন্সপেকটার মমিনুল ইসলাম মমিন,  মটরযান পরিদর্শক ফয়সাল হোসেন প্রমুখ।  কর্মশালায় নবাবগঞ্জ সরকারি কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৫