সুজুকি জাপান মোটর বাইক টেকনিশিয়ান সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সুজুকি জাপান মোটর বাইক টেকনিশিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনে জেলায় ৫ উপজেলায় প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল টেকনিশিয়ান অংশ গ্রহণ করেন।
সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, র‌্যাংগস মোটর লিমিটেডের রাজশাহী বিভাগের সহকারী ব্যবস্থাপক হাসিবুল হাসান শোভন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র‌্যানকন মোটর বাইক লিমিটেডের সেলস এ্যান্ড সার্ভিস এর সহকারী ব্যবস্থাপক এহসান হাবিব, সংস্কৃতিক ব্যাক্তিত্ব আমিনুল হক আবির। 
সুজুকি জাপান মোটর বাইকের স্থানীয় পরিবেশক জোহরা ট্রেডিং এর ব্যবস্থাপক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা মোটর সাইকেল ওয়াকসপ মালিক সমিতির সভাপতি  হাবিবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-১৫