ওয়াহেদপুর সীমান্তে সাড়ে আট কেজি গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় সাড়ে আট কেজি গান পাউডার উদ্ধার করেছে।
ওয়াহেদপুর বিওপি কমান্ডার সুবেদার আখতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে  উপজেলার পাকা ইউনিয়নের সীমান্ত এলাকার  ১৩/৩এস  নং পিলার হতে ১শ গজ ভিতরে শ্যামপুর মাঠ থেকে তাঁর নেতৃত্বে বিজিবির একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় সাড়ে আট কেজি গান পাউডার উদ্ধার করেছে।  তিনি আরো জানান চোরাকারবারীর দল নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গান পাউডার নিয়ে আসার সময় বিজিবির টের  পেয়ে  একটি সিমেন্টের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তারা বস্তা থেকে সাড়ে আট কেজি গান পাউডার উদ্ধার করে।
এদিকে, এ ঘটনায বিকেলে বিজিবি’র ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ আবু জাফর মোহাম্মদ বজলুল হক , গত ৫ মাসে জেলায় পৃথক চারটি অভিযান থেকে সাড়ে ৫৩ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। যেগুলো দেশে নাশকতার উদ্দ্যেশে নিয়ে আসা হচ্ছিল।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৫-১৫

,