শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিন নেতা গ্রেফতার

নাশকতা সৃষ্টির পরিকল্পনাসহ বিভিন্ন মামলার আসামী চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক কুইকসহ তিন ছাত্রদল ও যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল রাত সাড়ে আটটার শিবগঞ্জ  বাজার এলাকা থেকে বিভিন্ন মামলার আসামী তিন ছাত্রদল ও যুবদল নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ পৌরসভাধীন উপরটোলা গ্রামের সাবিরুলের পুত্র ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  মোহাঃ আবদুল্লাহ আল ফারুক  কুইক (২২)  একই গ্রামের সিদ্দিকের পুত্র ও যুবদলের নেতা হাসান আলী (৩৫) ও চত্বরপুর গ্রামের রবিউলের পুত্র ও ছাত্রদল নেতা বেলাল উদ্দিন (২১)। তিনি আরো জানান গ্রেফতার কৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামী ও গ্রেফতারের পূর্বে তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। এদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি দেলওয়ার হোসেন দোলন বলেন ছাত্রদল ও যুবদলের এ তিনজনকে সম্পূর্ন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের  বিরুদ্ধে পুলিশের মামলাগুলি  মিথ্যা উল্লেখ করে তাদের মুক্তি দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০৫-১৫

,