মারা গেছেন ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামের আব্দুর রশিদ ভদু’র ছেলে সোহেল রানা সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ২৯ বছর। সে দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিল। অসুস্থ্য অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
মঙ্গলবার তাকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ তোহাখানা সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়েছে। তার পরিবার মুশরিভুজা থেকে তোহাখানা এলাকায় চলে বসতি স্থাপন করায় তাকে সেখানে দাফন করা হয়।
সোহেল রানার অকাল মৃত্যুতে চাঁপাইনবাবঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল ও সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৫-১৫
মঙ্গলবার তাকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ তোহাখানা সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়েছে। তার পরিবার মুশরিভুজা থেকে তোহাখানা এলাকায় চলে বসতি স্থাপন করায় তাকে সেখানে দাফন করা হয়।
সোহেল রানার অকাল মৃত্যুতে চাঁপাইনবাবঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল ও সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৫-১৫