নানান আয়োজনে জেলাজুড়ে মহান মে দিবস পালিত

পহেলা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনভর নানান কর্মসুচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে বের হওয়া র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ গ্রহণ করে। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হলে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ড. মাযহারুল ইসলাম তরু, ট্রাক মালিক সমিতি’র সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন
দিবসটি উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা র‌্যালি ও আলোচনা সভা করেছে।
সকালে শহরের শান্তির মোড় এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধারণ পাঠাগার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। ইমরাত ইউনিয়নের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা ঠিকাদার গ্রুপের সাবেক সভাপতি তোহিদুর রহমান, ইমারত ইউনিয়নের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, ইমারত ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভিখু, ইমারত ইউনিয়নের আব্দুল কাইয়ুম, কেতাব আলী, শাহীন রেজা, মতিউর রহমান, আরমান আলী।

অটো রিক্স সমিতি
মহান মে দিবসে জেলা অটো রিক্সা সমিতি শহরের ঢাকা বাস ষ্টান্ড হতে একটি বনাঢ্য র‌্যালী বের করে । জেলা অটো রিক্সা সমিতির চেয়ারম্যান মোঃ শাহজাহান এর নেতৃত্বে শহরের বিভ্নি সড়ক প্রদক্ষিণ  করে সমিতির নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ্যাংকার সিমেন্ট
মহান মে দিবস উপলক্ষে এ্যাংকার সিমেন্ট এর উদ্যোগে বনাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সন্ধ্যা সিনেমা হলের সামনে হতে একটি বনার্ঢ্য র‌্যালী চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবেশক মেসার্স শামসুল হক এর মালিক আলহাজ্ব শামসুল হকের নেতৃত্বে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্বরোড হয়ে পুনরায় সন্ধ্যাহলের সামনে শেষ হয় । র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ

শিবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক সফিকুল ইসলাম সফিক জানান, মহান মে দিবস উপলক্ষে শিবগঞ্জে কানসাট পুকুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী। কানসাট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি বাবুল আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এর আগে একটি র‌্যালি কানসাট থেকে বের হয়ে পুকুরিয়ায় এসে শেষ হয়।















চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৫