গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের আমীরসহ শিবগঞ্জে ১৫ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলীসহ উপজেলা পর্যায়ের জামায়াত শিবিরের ১৫ শীর্ষ নেতাকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ককটেল ও গান পাউডার উদ্ধার করা হয়। তবে জামায়াত বলছে, তাদের মাসিক মিটিং-এর সময় পুলিশ অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিকাল সোয়া  ৫টার দিকে শিবগঞ্জ বাজারের একাডেমি এলাকায় অভিযান চালায়। এসময় ইসলামী একাডেমিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, অভিযানকালে তাদের কাছ থেকে আধা কেজি গান পাউডার, ১০টি তাজা ককটেল ও ৮টি পেট্রোল বোমাসহ দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘ওই বৈঠকে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাসহ ৫ জন কর্ম পরিষদ সদস্য ও ৬ শিবির ক্যাডার ছিল’।
পুলিশের ওই অভিযানে গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলি, সাধারণ সম্পাদক সেফাউল মুলক, নায়েবে আমীর মাওলান মনিরুল ইসলাম,  নায়েবে আমীর শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের সাদিকুল ইসলাম, চককীর্তি ইউনিয়ন  জামায়াত নেতা হামিদুজ্জামান ও আব্দুল হালিম, মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের সাইফুল, দুর্লভপুর ইউনিয়নের ১২ রশিয়া গ্রামের এনামুল হক, নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি ঢোড়বোনা গ্রামের আনোয়ার হোসেন, পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামের বাবুল, কানসাট ইউনিয়নে আব্বাস বাজার এলাকার মনোয়ার হোসেন, শিবনগর গ্রামের আলহাজ মোজায়েদ, সাহাবাজপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌরসভাধীন সেলিমাবাদ গ্রামের শুকুর মন্ডল ও দেওয়ান জায়গীর গ্রামের সুমন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমান বলেন, জামায়াত শিবিরের নেতকর্মীরা নাশকতার উদ্দেশ্যেই তাদের এ গোপন বৈঠক চলছিল’। তবে শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম আজম জানান, তাদের নিয়মিত মাসিক মিটিং চলার সময় পুলিশ অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৫-১৫