মীরের চরা এলাকায় গলাকেটে এক কিশোরকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তুজা জানান, রোববার দিবাগত রাতের কোন এক সময় নীমগাছি মীরের চরা এলাকার জনৈক এনামুলের একটি বরই বাগানের ভেতর দেলোয়ারকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর সদর থানা পুলিশ সোমাবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের ঘটনাস্থল থেকে দেলোয়ারের বাড়ির দূরত্ব মাত্র আধা কিলোমিটার এবং নামোশংকরবাটি এলাকার দ্বিতীয় মহানন্দা সেতু থেকে এক কিলোমিটার দূরে।
নিহত দেলোয়ার রাজমিস্ত্রির লেবার হিসেবে কাজ করতো। পুর্বশ্রত্রুতার জের ধরে বন্ধু বান্ধবরাই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৫