বুয়েট ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাবিতে মিছিল
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি আসাদুজ্জামান নিউটন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বুয়েটে যখন একজন শিক্ষক ’৭১-এর রাজাকারদের বিচারের প্রকাশ্য বিরোধিতা করে, তখন প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। উল্টো মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত ছাত্রলীগের নেতাকর্মীরা যখন এর প্রতিবাদ করলো তখন তাদেরকে অন্যায়ভাবে বহিষ্কার করা হলো। বক্তারা এ বহিষ্কারাদেশের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানান।
প্রসঙ্গত, ফেসবুকে মন্তব্যের জের ধরে শিক্ষকের উপর হামলার ঘটনায় গত ১৮ ও ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির জরুরি সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকসহ চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৪-০৫-১৫