ভোলাহাট জামবাড়ীয়া ইউনিয়ন > গেল বছর থেকে আয় বেড়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ২০১৫ পরিষদের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক। বিশেষ অতিথি ছিলেন,অব:প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলী ইমাম মাষ্টার, ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারম্যান জগলুল হক। বাজেট পেস করেন ইউনিয়ন পরিষদ সচিব মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,এনজিও শরীক প্রতিনিধি মোজাফ্ফর হোসেন, ভোলাহাট প্রেস ক্লাব প্রচার সম্পাদক কায়সার আহমেদসহ অন্যরা। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে গেল বছর থেকে আয় বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে আয় ধরা হয় ৮৬ লাখ ৯৮হাজার ৯২টাকা এবং এ অর্থবছরে আয় ধরা হয় ১ কোটি ৯ লাখ ৬ হাজার ৭২০ টাকা। অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেনির পেশাজীবি নারী-পুরুষ নাগরিকেরা অংশ গ্রহণ করে উন্মুক্ত আলোচনায় তাদের নিজ নিজ এলাকার উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্ধের দাবী জানান। উল্লেখ্য ২০১৫-১৬ অর্থবছরের ২৩টি খাতে আয় ধরা হয়েছে এবং ব্যয় ধরা হয়েছে ২৯টি খাতে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৬-০৫-১৫

,