মোবারকপুর ইউপি’র ওয়ার্ড উপ-নির্বাচানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়ী

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন সোমবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী বেনাউল ইসলাম ভ্যান গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দী বিএনপি সমর্থীত প্রার্থী আত্তাব আলীর চেয়ে ৪২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী বেনাউল ইসলাম ভোট পান ৯’শ ৮৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আত্তাব আলী ভোট পান ৯’শ ৪৫ ভোট। এ ওয়ার্ডের ১ হাজার ১২৯ জন নারী ও ১ হাজার ১৮৪ জন পুরুষ তাদের ভোটারাধীকার প্রয়োগ করে। এই উপ-নির্বাচনে এ ওয়ার্ডে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছে। একজন বিএনপি সমর্থীত ও অপরজন আওয়ামীলীগ সমর্থীত। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি সমর্থীত আত্তাব আলী চর্ট লাইট নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থী আওয়ামীলীগ সমর্থীত বেনাউল ইসলামের সাথে ভোট যুদ্ধ করে। এ ওয়ার্ডে ভোটার রয়েছে ২ হাজার ৩১৩জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১ হাজার ১২৯জন ও পুরুষ ভোটার রয়েছে ১ হাজার ১৮৪জন। উল্লেখ্য, এই ওয়ার্ডের সদস্য কেতাব উদ্দীন গত ৩ ফেব্রুয়ারি-২০১৫ ইং তারিখে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যায়। তার সদস্য পদটি শূণ্য হওয়ায় উপজেলা নির্বাচন কমিশনার উপ-নির্বাচনে ঘোষণা দেন। সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০৫-১৫

,