নড়েচড়ে বসেছে জাসদ > উপজেলা ও পৌর কমিটি গঠন করতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত
জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জে সংগঠনকে শক্তিশালী করতে নড়েচড়ে বসেছে। জেলা, উপজেলা ও পৌরসভা জাসদের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে শনিবার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দুপুরে স্থানীয় সাধারন পাঠাগার মিলনায়তনে আসন্ন সদর উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এই প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ রুনু।
এতে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক সাজেমান আলী, জেলা ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনকে তৃনমূল পর্যায়ে আরও শক্তিশালী করার জন্য নতুন সদর উপজেলা ও পৌর কমিটি অবিলম্বে গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভাটি পরিচালনা করেন পৌর জাসদের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, জাসদের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের পাশাপাশি জাসদ সমর্থিত ছাত্রলীগের কমিটি গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৫