প্রধানমন্ত্রী যা যা দিয়ে গেলেন

‘ আমরা চাই উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে এই জেলায় ( চাঁপাইনবাবগঞ্জে) অনেক কাজ করেছি ভাবিষ্যতে আরো কাজ করে দেবো’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কলেজ মাঠের জনসভায় বেশ কিছু নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে ট্রাক টাার্মিনালের পার্শ্বে নতুন বাস টার্মিনাল নির্মাণ, মহানন্দা উপর নির্মিত নতুন সেতুর সঙ্গে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর সংযোগ সড়ক নির্মাণ, জেলায় পর্যটন কেন্দ্র ও পৌর শিশু পাক নির্মান, গৃহহীনদের জন্য খাসজমির বন্দোবস্ত করা, চাঁপাইনবাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন, জেলার প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, চরাঞ্চলের যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান করা, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ হয়ে ভারতের মালদহ-মুর্শিদাবাদ পর্যন্ত সরাসরি বাস সার্ভিসের ব্যবস্থা করা, এ অঞ্চল দিয়ে নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সমপ্রসারণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৫-১৫