খুলে গেল শেখ হাসিনা সেতু
শনিবার বেলা ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। সেখান খেকে তিনি সরাসরি সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা নদীর উপর নির্মিত ‘শেখ হাসিনা সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নামোশংকরবাটি জিসি থেকে ধুলাউড়ি সিসি সড়কের মহানন্দা’র সাহেবের ঘাট এলাকায় চরাঞ্চর আর শহরের জনগোষ্ঠির ‘সেতুবন্ধন’ ৫৪৭ মিটার দীর্ঘ ও ১৩ স্প্যান বিশিষ্ট এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৪৯ কোটি ৭৯ লাখ টাকা। ১ দশমিক ৮০ কিলোমিটর সংযোগ সড়কসহ সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ৭টি ইউনিয়নের ৫ লক্ষ মানুষের সড়ক যোগাযোগের দুর্দশা লাঘব হল। সেই সঙ্গে এ অঞ্চলের কৃষকদের কৃষি পণ্য বাজারজাত করণের সুবিধা বৃদ্ধি পেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে একযোগে উদ্বোধন করেন, শহরের শিবতলা এলাকায় নির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্র ভবন, চাঁপাইনবাবগঞ্জে কল্যাণপুর উদ্যানবেসে ২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র বিনা কমপ্লেক্স, জাতীয় অন্ধকল্যাণ সমিতি’র ৬ তলা বিশিষ্ট নবনির্মিত চক্ষু হাসপাতাল, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন। একই সঙ্গে ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ৮তলা ভবন বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ১০০ শষ্যা হতে ২৫০ শয্যায় উন্নিত করণ কাজ, কানসাট রহনপুর ভোলাহাট সড়ক উন্নয়ন কাজ, ২৭৪ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পদ্মনদীর ভাঙ্গন থেকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি এলাকা রক্ষা প্রকল্প, চাঁপাইনবাগবঞ্জের আমনুরায় ১০০ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রকল্প। একই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আসাদুল্লাহ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৫-১৫