স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার গণতন্ত্র, উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপরেশন-এসডিসি-র আর্থিক সহায়তায় অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকেল্পর আওতায় প্রিপ ট্রাস্ট নামে একটি বেসরকারি সংস্থা এই সভার আয়োজন করে। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী নাসরিন আকতারের সভাপতিত্বে অরুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলাতানা রাজিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। অন্যান্যের মধ্যে বক্তদব্য রাখেন, প্রিপ ট্রাস্টের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুজ্জামান শিপন, ব্র্যাকের জেলা প্রতিনিধি শাহ নূর সুলতাল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শিরিন আকতার। সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্য, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া ক্লাব চত্বরে হণতন্ত্র মেলায় কয়েকটি স্টলে এ স্ক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৫