নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে নিরাপদ পানি পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাওলানা আবদুল মতিন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আলাউদ্দিন আহম্মেদ, পিএমআইডির প্রকল্প সমন্বয়কারী শাহারিয়ার বিন রসুল, মাঠ সমন্বয়কারী রমজান আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্যানেল মেয়র মোসলেমা বেগম মুসি, কাউন্সিলর আবদুল বারেক প্রমুখ।
কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে নিরাপদ পানি পরিকল্পনার মডেল টাউন হিসেবে বাস্তবায়ন করার জন্য পানির সংযোগ, পানি সরবারহ ব্যবস্থা, নিরাপদ পানি সরবারহ ব্যবস্থার উপর আলোচনা করা হয়। এই প্রকল্পে পৌরসভাকে সহায়তা করবে উন্নয়ন সংস্থা জিবাস।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৫
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আলাউদ্দিন আহম্মেদ, পিএমআইডির প্রকল্প সমন্বয়কারী শাহারিয়ার বিন রসুল, মাঠ সমন্বয়কারী রমজান আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্যানেল মেয়র মোসলেমা বেগম মুসি, কাউন্সিলর আবদুল বারেক প্রমুখ।
কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে নিরাপদ পানি পরিকল্পনার মডেল টাউন হিসেবে বাস্তবায়ন করার জন্য পানির সংযোগ, পানি সরবারহ ব্যবস্থা, নিরাপদ পানি সরবারহ ব্যবস্থার উপর আলোচনা করা হয়। এই প্রকল্পে পৌরসভাকে সহায়তা করবে উন্নয়ন সংস্থা জিবাস।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৫