কৃষ্ণগোবিন্দপুরে ১২ শ গরীব রোগিকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ১২ শতাধিক দরিদ্র অসহায় চক্ষু রোগিকে বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। সকালে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় বক্তব্য রাখেন, সিলিভ সার্জন ডাঃ আলাউদ্দিন, কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, চিকিৎসা সহায়তা কেন্দ্রের চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক শামসুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মুক্তিযোদ্ধা আহসান আলীসহ অন্যরা। উপস্থিত ছিলেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নুহু, সোনালী ব্যাংক এর এজিএম শীশ মোহাম্মদ, সমাজ সেবক তরিকুল ইসলাম।
দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এবং আন্ধেরী হিলফ জার্মানের অর্থায়নে ৭ সদস্যের মেডিকেল টিম ১ হাজার ২’শ রোগীর চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। মেডিকেল দলের নেতৃত্ব দেন ডাঃ টি ইসলাম। চিকিৎসা শেষে ৬২ জন রোগীকে দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন ও সকল ব্যবস্থা নেয়া হবে। এসব রোগীদের চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। কলেজের ৫টি কক্ষে ক্যাম্পের সহযোগিতায় রয়েছে ৬৫ জন স্বেচ্ছাসেবী। ২০০৮ সালে নিবন্ধন হওয়ার পর ২০১৩ সাল থেকে এই সংগঠনটি প্রতি বছর বিনামূল্যে স্থানীয় দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা ও ঔষধ সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছরও এই ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্যোগে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। স্বেচ্ছাসবী সংগঠনের পাশে দাঁড়িয়ে দরিদ্রদের আরও চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৫