দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শিবগঞ্জের এক যুবক নিহত

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় মুদি ব্যবসা করা চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক যুবক নিহত  হয়েছে। নিহত যুবকের নাম আমিনুল ইসলাম ডালিম (৩৫)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন হাউসনগর গ্রামের আজাহার আলি ও মোসাঃ হোবিয়ারা বেগমের ছেলে।
নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, ডালিম ২০০৫ সালে পাসপোর্ট ( নম্বর- এসি ২১০৩৮২৮) ও ভিসার মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যায়। দক্ষিণ আফ্রিকার পোমেরীতে সে একটি দোকানে কর্মচারী হিসাবে প্রায় ৮ মাস কাজ করার পর ২০০৬ সাল থেকে নিজেই কসমেটিকস ও মুদিখানার একটি  দোকান দিয়ে ব্যবসা শুরু করে। তিনি জানান, দু’ বছর আগে খ্রীষ্টান ধর্মালম্বী হ্যাপি ধর্মান্তরিত হয়ে ইসলাম  ধর্ম গ্রহন করে ডালিমকে বিয়ে করে। ধর্মান্তরিত হ্যাপির নাম রাখা হয় সায়েমা। বর্তমানে তাদের ৩ মাসের একটি ছেলে সন্তান আছে।

নিহত ডালিমের স্ত্রী সায়েমা বেগম যিনি এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তার বরাত দিয়ে গোলাম মোস্তফা জানান, গত ১৭ এপ্রিল দক্ষিন আফ্রিকার পোমেরী শহবে দোকানের মধ্যেই সন্ত্রাসীরা ডালিমকে গুলি করে গুরুতর আহত করলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সে মারা যায়। পরের দিন সায়েমা মোবাইল ফোনে মৃত্যু সংবাদ জানিয়ে জানান, আগামী ১ মে বিকাল সাড়ে ৫ টায় বিমান যোগে ঢাকায় ডালিমের লাশ পৌছবে।
সরজমিনে ডালিমের বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিবারের অন্যান্য লোকজন দাফন-কাফনের আয়োজন নিয়ে ব্যস্ত থাকলেও তারা বাবা মাকে মৃত্যু সংবাদ জানানো হয়নি। তাাদেরকে জানানো হয়েছে, ডালিম আগামীকাল (শুক্রবার) বাড়ি আসছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৪-১৫

,