বিশেষজ্ঞ চিকিৎসকদের চক্ষু হাসপাতাল পরিদর্শন

জাতীয় চক্ষু পরিচর্যার (ন্যাশনাল আই কেয়ার) বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ মঙ্গলবার বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছে।
জাতীয় চক্ষু পরিচর্যার কর্মসূচি ব্যবস্থাপক এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগি অধ্যাপক ডা. মাসুম হাবিব, উপ-ব্যবস্থাপক ও সহকারী অধ্যাপক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এবং ন্যাশনাল কনসালটেন্ট ডা. বজলার রহমান, অন্ধ কল্যাণ সমিতির চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. আলা উদ্দীন, অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম খাদেমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নেদাউল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, আনোয়ার হোসেন দিলু, চক্ষু শিবির সংগঠক মনিরুল ইসলাম সেলিম প্রমুখ।
জাতীয় চক্ষু পরিচর্যার তত্ত্বাবধানে দেশব্যাপী পরিহারযোগ্য অন্ধত্ব দূরীকরণে কাজ করছে। এ কর্মসূচি অধীনে অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলার চক্ষুরোগিদের সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করে। পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শণ শেষে সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা সন্তোষ প্রকাশ করেন এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০২-১৫