ভারতীয় কাপড় ও দুই চোরাচালানীকে আটক করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে অবৈধ ভারতীয় কাপড় ও দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জ এর অতিরিক্ত পরিচালক-অপারেশন মেজর মিন্নাত আলী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বিশেষ টহল দল এবং চোরাচালান বিরোধী টাস্কফোর্স সদস্যরা ব্যাটালিয়ন সদর দপ্তরের ২নং গেটের সামনের রাস্তার উপর নওগাঁ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী তুহিন পরিবহন নামক যাত্রীবাহী বাসে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৭ পিস ভারতীয় শাড়ি , ২৮টি প্যান্ট পিস এবং ৩৭টি সার্ট পিস আটক করে। আটককৃত কাপড়ের মূল্য দুলক্ষ উনআশি হাজার টাকা। অভিযানে বিজিবি টহলদলের নেতৃত্বদেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর সেখ মো. বজলুল হক পি.এস.সি। এসময় সাথে ছিলেন অপস অফিসার মেজর মো. মিন্নাত আলী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। আটককৃত কাপড় চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
এর আগে সোমবার সকালে ব্যাটালিয়নের অধিনস্থ জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তের মাসুদপুর বি.ও.পি’র দায়িত্বপূর্ণ এলাকায় ২ জন বাংলাদেশী চোরাকারবারী জেলার শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া এলাকার ডাকাতপাড়া ও শ্যামপুর গ্রামের মৃত আসাদ আলীর পুত্র মো. মোস্তফা মিয়া(৪৬) এবং মো.এরফান আলীর পুত্র মো. আনারুল ইসলাম(৩০) অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত পিলার ৪/৪-১ এস এর নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করলে মাসুদপুর বিওপির টহল দল তাদেরকে আটক করে। বিজিবি টহল দল এ সময় তল্লাশী করে আটককৃতদের নিকট হতে ২টি ভারতীয় মোবাইল ফোনসেট ও ২টি ভারতীয় সীম কার্ড জব্দ করে। আটককৃতদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৪-১৫