একমাস ধরে পরিশ্রমিক থেকে বঞ্ছিত শিবগঞ্জের ৩ হাজার শ্রমিক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪০ দিনের কর্মসূচীর  প্রথম পর্যায়ের কাজ প্রায় একমাস আগে শেষ হয়ে গেলেও শ্রমিকরা পায়নি পারিশ্রমিক। প্রশাসনিক জটিলতার কারণে ১৫ ইউনিয়নের ২ হাজর ৯ শ শ্রমিক পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।
সূত্র জানিয়েছে, শ্রমিকদের পারিশ্রমিক বাবদ ২ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা, ননওয়েজ বাবদ ২৫ লাখ ৯৩ হাজার ৫ শ ৫৫ টাকা, সাইনবোর্ড, জবকার্ড ও কর্মকর্তাদের সম্মানী ভাতা বাবদ ১লাখ ১১ হাজার ৭ শ ৮৮ টাকা বকেয়া রয়েছে। প্রায় ১ মাস আগের এই বকেয়াগুলো ফাইল বন্দি হয়ে রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ওই ফাইলগুলি ছাড় না হওয়া একদিকে শ্রমিকরা পাচ্ছেনা পরিশ্রমিক অন্যদিক কর্মকর্তারা পাচ্ছেনা সম্মানিভাতা।
্ওই সূত্র জানায়, ৪০ দিনের কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ গত ১১ এপ্রিল ও ১৮ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও সেটিও শুরু হয়নি জটিলতা’র কারনে। উল্লেখ্য যে  কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩ হাজার ৩ শ শ্রশিকের কাজ করার কথা রয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) আফাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি  কোন মন্তব্য করতে রাজি হননি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-০৪-১৫

,