গোমস্তাপুর সীমান্তের সীমানা পিলার পর্যবেক্ষণ করল বিজিবি বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্তের জিরো লাইনে অবস্থিত সীমানা পিলারগুলো যৌথভাবে পর্যবেক্ষন করেছে বিজিবি ও বিএসএফ।
সোমবার সকালে থেকে শুরু হওয়া এ কর্যক্রমের নেতৃত্ব দেন ৪৩ বিজিবির বিভিষন কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোতালেব হোসেন ও ৩১ বিএসএফ ব্যাটালিয়ানের বেলডাংগা ক্যাম্প কমান্ডার রাজ শিং ।
বিজিবি জানায়, বিএসএফের পত্রে সাড়া দিয়ে সোমবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্যক্রম বেলা ১১ টায় শেষ হয়। বিভিষন সীমান্তের ২১৯/৪০ আর নং রিভার পিলার থেকে ২১৯/ ৬৮ আর নং রিভার পিলার  পর্যন্ত ২৯টি পিলার যৌথভাবে পর্যবেক্ষন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ২১-০৪-১৫

,