বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোলাহাট ’আম ফাউন্ডেশন’ নির্বাচন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সদরে বর্নাঢ্য আয়োজনে ২৩টি কার্যকরী সদস্য পদের মধ্যে ১৮টি পদে “আম ফাউন্ডেশনের” নির্বচন সম্পন্ন হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম তোতা ও সাধারন সম্পাদক পদে মোজাম্মেল হক চুটু নির্বাচিত হয়েছেন। বিপুল সংখ্যক সদস্যর আম ফাউন্ডেশন ভোলাহাটের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোলাহাট সদরের রামেশ্বর পাইলট ইন্সটিটিউটেশনে রবিবার সকাল ৮টা থেকে বিরতিনহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ৩ হাজার ৫৫ জন সদস্য ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও আম ফাউন্ডেশন সভাপতি(পদাধিকার বলে) আবুল হায়াত মো. রফিক। নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এস.এম খুরশিদ আলম, প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ১৭জন, সহকারী পোলিং অফিসার ছিলেন ৩৪জন। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে এস.আই, এ.এস.আইসহ এক প্লাটুন পুলিশ ও ১৭ জন আনসার নিরাপত্তার  দায়িত্ব পালন করেন। গভীর রাতে নির্বাচন কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে ১হাজার ১২২ভোট পেয়ে সহ সভাপতি পদে বিএনপি সমর্থিত সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তোতা (হরিণ)কে বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত অপর প্রার্থী সহকারী অধ্যাপক আমিনুল হক (বাইসাইকেল) তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৭০টি। সাধারণ সম্পাদক পদে ১হাজার ৫৬৭ ভোট পেয়ে বিএনপি সমর্থিত মোজাম্মেল হক চুটু(চশমা)প্রতীকে বিজয়ী হন ।তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগ সমর্থিত ওয়াজেদ আলী (ছাতা) পান ৮শত ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন (হাত পাখা) পেয়েছেন ১হাজার ৪৬৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি মওদুদুর রহমান শাহ পেয়েছেন ১হাজার ১৯২টি ভোট। কোষাধ্যক্ষ পদে জামায়াত সর্মথিত জহিরুল ইসলাম (সেলাই মেশিন) প্রতীক নিয়ে ৯শত ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগ সমর্থিত আতাউর রহমান রজব ( বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৫শত ৭০ ভোট। এ ছাড়াও ১৭টি এলাকার মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় এলাকা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হয।এ বছর ব্যাপক প্রচার-প্রচারনা ও উৎসাহ উদ্দপনার মধ্য দিয়ে আম ফাউন্ডেশন,ভোলাহাটের তৃতীয় বারের মত নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচনের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো. রফিক সোমবার জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দর ও কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৪-১৫