গোবরাতলায় ভাল শিখন বিয়ষক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদে ওয়ার্ড পর্যায়ে ভাল শিখন চিহ্নিতকরণ বিয়ষক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশ্ব ব্যাংকের ওয়াটার এন্ড স্যানিটেশন প্রোগ্রামের পরামর্শক তারেক মাহমুদ, ডাসকোর সমন্বিত পানি সম্পদ ব্যস্থাপনা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুরুল হোদা, সাংবাদিক আমিনুল ইসলাম, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার তাকিউর রহমান। কর্মশালায় গোবরাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চির্বাচিত সদস্য ও বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতিরা ১৮টি ভাল শিখন চিহ্নিত করেন। এর মধ্যে ধেকে ৫টি গ্রহণ করা হয়। গৃহিত ভাল শিখন গুলো হলো, বৃষ্টির পানি নষ্ট না করে নির্ধারিত স্থানে ধারণ করে তা নলকুপের আশপাশে ছড়িয়ে দেয়া, ইকোসান টয়লেট, বিদ্যুৎ সরবরাহ, কবরস্থানের প্রাচীর ও বিশুদ্ধ পানি সরবরাহ। এ দিকে রেডিও মহানন্দায় ইউনিয়ন পরিষদের ভাল শিখন বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারে জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে ভবিষ্যতে তা আবারও চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তারেক মাহমুদ জানান। বিশ্ব ব্যাংকের ওয়াটার এন্ড স্যানিটেশন প্রোগ্রাম, এসডিসি, ডাসকো ও রেডিও মহানন্দার সহযোগিতায় পারস্পারিক ভাল শিখন কর্মসূচির আওতায় গোবরাতলা ইউনিয়ন পরিষদ এই কর্মশালার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৪-১৫