ভোলাহাটে বিজিবি উদ্ধার করেছে ভারতীয় ফেন্সিডিল ও বিড়ি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিজিবি শুক্রবার রাতে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
৪৩ ব্যাটালিয়নের শিয়ালমারা কোম্পানী কমান্ডার সুবাদার বাফেদ আলী জানান, বিলভাতিয়া বিওপি’র হাবিলদার কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যের এক টহল দল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিলভাতিয়ার পশ্চিম মাঠে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসময়  ১৫ হাজার টাকা মূল্যের ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভোলাহাট থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।
এদিকে, ভোলাহাটে আদাতলা মাঠে থেকে ৪৩ হাজার ভারতী রাধাকৃষ্ণ বিড়ি উদ্ধার করেছে বিজিবি।
 ৪৩ ব্যাটালিয়নের জে.কে.পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার  সুবাদার বেলাল হোসেন জানান, শনিবার সকালে  বিজিবি একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ২০১/৭০ এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে আদাতলা মাঠে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা প্রায় ২১ হাজার টাকা মূল্যর ৪৩ হাজার ভারতী রাধাকৃষ্ণ বিড়ি চোরাকারবারিরা ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় তা জব্দ করে বিজিবি।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি সাধারণ ডাইরী করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৮-০৪-১৫

,