অপরিবর্তীত রয়েছে পৌর এলাকার ডায়রিয়া পরিস্থিতি > হাসপাতালে রোগি ভর্তি কিছুটা কমেছে

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ব্যাপকহারে ছড়িয়ে পরা ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। আগের চেয়ে সদর হাসপাতালে রোগি ভর্তি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় ডায়রিয়া আক্রান্ত হচ্ছে মানুষ। শুক্রবার সকাল থেকে হাসপাতালে রোগি ভর্তির হার কম হলেও বিকেলের দিকে তা আবারও বৃদ্ধি পায়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাইরে সদর উপজেলার বারোঘরিয়া এলাকার বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়। এরমধ্যে ৫টি শিশু, ৮ জন পুরুষ ও ১৭ জন মহিলা রয়েছে। আগের দিন ভর্তির পরিমাণ ছিল ৬১ জন। এদিকে ওই সূত্র জানিয়েছে, বিকেলের দিকে হাসপাতালে আবারও রোগি ভর্তির হার বৃদ্ধি পায়। পৌরসভার পাশ্ববর্তী বারোঘরিয়া এলাকা থেকেও রোগি ভর্তি হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তড়িৎ কুমার জানিয়েছে, ডায়রিয়াটা মুলত পৌর এলাকায় রয়েছে। স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে ডায়রিয়া মোকাবেলায় কাজ করছে। তিনি বলেন, ‘আগের চেয়ে পরিস্থিতি কিছুটা ভাল’।
উল্লেখ্য, পৌরসভার পানি সরবরাহ লাইনের দুষিত পানি থেকে চলতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ব্যাপকহারে ডায়রিয়া দেখা দেয়। ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়ার প্রথম পাঁচ দিনে সদর হাসপাতালে ৫ শতাধিক রোগি হাসপাতালে ভর্তি হয়। ডায়রিয়ার কারণ অনুসন্ধানে পৌরসভার সাপ্লাই পানি পরীক্ষার জন্য ঢাকার আইসিডিডিআরবিতে পাঠানো হলে বৃহস্পতিবার ওই পানি পরীক্ষার ফলাফলে কলিফরম ব্যাক্টেরিয়া পাওয়ার কথা জানা যায়।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৪-১৫