শিবগঞ্জ থেকে এবার এতিমখানার ছাত্র নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ শিশু শিক্ষার্থী নিখোঁজের ৫ দিন পর বিকৃত লাশ উদ্ধারের পর এ ঘটনার রহস্য উদঘাটন না হওয়ার আগেই আবারো একই উপজেলার ছত্রাজিতপুরস্থ শাহনেয়ামতুল্লাহ শিশু সদন (এতিমখানা) থেকে এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্র বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের সেতাবুদ্দীনের ছেলে গোলাম আজম (১৩)।
এতিমখানা সূত্রে জানা গেছে, গোলাম আজম গত ৫ মার্চ বিকেল ৩ টার দিকে বাড়ি যাবার জন্য ছুটি নিয়ে এতিমখানা থেকে বের হবার পর অদ্যবধি তার বাড়ি বা কোন আতœীয় স্বজনদের বাড়ি না যাওয়ায় তার কোন খোঁজ পাওয়া যায়নি। এতিমখানা থেকে বের হবার সময় তার পরনে নীল রং এর পাঞ্জাবী ও পায়জামা ছিল এবং তার নাকের উপর একটি কালো দাগ আছে। এব্যাপারে এতিমখানার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় গত ১৩ মার্চ  একটি জিডিও করা হয়েছে। যার নম্বর ৪৯৫। দীর্ঘ প্রায় ১ মাসেও তার খোঁজ না পাওয়ায় এতিমখানার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রশিদুল হক জিডি দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৪-১৫

,