বিভিন্নস্থান থেকে বিজিবি মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল জব্দ করেছে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মদ, ফেন্সিডিল ও অনান্য ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জ এর পরিচালক লে.কর্নেল আবু জাফর আজ শনিবার দুপুরে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর হাকিমপুর সীমান্তফাঁড়ির একটি টহলদল সুবেদার মোবারক হোসেন এর নেতৃত্বে সদর উপজেলার হাকিমপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে জেলার দূরবর্তী ভোলাহাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পৃথক অভিযানে ফেনসিডিল ও ভারতীয় সাইকেল উদ্ধার করেছে। ৪৩’বিজিবি ব্যাটালিয়নের চাঁনশিকারী কোম্পানি কমান্ডার মোখলেসুর রহমান জানান, বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতীয় বাই সাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার টহল কমান্ডার আবদুল হাই এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল, ভারতীয় হিরো সাইকেল ও বাংলাদেশী ২৯ কেজি গম হাউসপুর পাকা সড়কের উপর থেকে উদ্ধার করা হয়। তবে এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অপর দিকে শুক্রবার সকালে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৫/৩ আর হতে পাঁচ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযানে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পৃথক জব্দের ঘটনায় ভোলাহাট থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৫