যৌন নিপীড়নের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালসহ দেশের বিভিন্ন স্থানে নারী লাঞ্ছনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ।
সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে (প্যারিস রোডে) এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় যৌন নিপীড়নের শিকার নারীদের প্রতিকী আলপনা অংকন করে বাংলাদেশে যৌন নিপীড়নের ভয়াবহতা তুলে ধরা হয়।
ইংরেজি বিভাগের শিক্ষর্থী আফরোজা সুলতানা বৃষ্টির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চেরী, ইংরেজী বিভাগের শিক্ষার্থী শশী, তটিনী, মোহনা, মৌমিতা প্রমূখ।
বক্তারা বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম দেশে স্বাধীনভাবে বাস করার জন্য। কিন্তু আাদের নারীদের কোন স্বাধীনতা নেই। দেশে আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না।
টিএসটির ঘটনা পুরো জাতির জন্য কলঙ্কজনক উল্লেখ করে  বক্তারা বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি এ ধননের ঘটনাকে বারবার উৎসাহিত করছে। বক্তারা এসময় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৭-০৪-১৫