সাভারের দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনায় অভিযুক্ত দু’ ডাকাতের পিতাকে আটক করল পুলিশ

ঢাকার সাভারের আশুলিয়ায় গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে দুর্ধর্ষ ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত দু’ ডাকাতের পিতাকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত গ্রাম থেকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে আটক করে।
আটক হওয়ারা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি গ্রামের সন্দেহভাজন ডাকাত  রাবুর পিতা ইমাম মাষ্টার ও জসিমের পিতা শরিফ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ও.সি গোলাম মর্তুজা জানান, ঢাকা থেকে আসা পুলিশের একটি দল সদর মডেল থানা পুলিশের সাহয্যে আলাতুলির সীমান্তবর্তী পদ্মানদীর চর এলাকার কোদালকাটি থেকে তাদের আটক করে। এ সময় পাশ্ববর্তী রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ ও বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, ওই অভিযানে অভিযুক্ত ডাকাত রাবু ও জসিমকে আটক করা যায়নি। পুলিশ তদন্তের স্বার্থে এর বেশী কিছু জানায়নি।
ওই সূত্র জানায়, সন্দেহভাজন রাবু ও জসিম বেশ কয়েক বছর যাবৎ ঢাকাতেই থাকে। ঢাকার আশুলিয়ার কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আটককৃতদের দেয়া তথ্য মোতাবেক সন্দেহভাজনদের গ্রামের বাড়ীতে এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তাদের না পেয়ে তাদের পিতাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৪-১৫