তিন দফা দাবিতে রাবি ভিসি বরাবর স্মারকলিপি
ঝুঁকিপূর্ন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান ও তিন দফা দাবিতে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বরাবর স্মারকলিপি পেশ করেছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের আবাসিক শিক্ষার্থীরা । সোমবার বেলা ১২ টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করে স্মারকলিপি পেশ করে ।
এ মানববন্ধনে হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শামীম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, হলের আবসিক শিক্ষার্থী শামীম হোসেন, বোরহান উদ্দিন বাপ্পী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের প্রানের হল মতিহার হল। কিন্তু অন্যান্য হলের তুলনায় এই হলের কার্যক্রম অতি নি¤œমানের। অনেক দিন ধরেই মতিহার হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর প্রতি কোন গুরুত্ব প্রদান করেনি। সর্বশেষ গত দুইদিনের ভূমিকম্পে হলের মধ্যে আরো বেশী ফাটল দেখা দিয়েছে। এরপরেও প্রশাসন এই ঝুঁকিপূর্ন তিনতালার উপর অতিরিক্ত একতালা নির্মান কাজ অব্যাহত রেখেছে।
আমরা এই মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই অনতিবিলম্বে যদি হল ভেঙ্গে পুনরায় সংস্কার করা না হয় তাহলে হলের শির্ক্ষাথীদের নিয়ে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো।
এ মানববন্ধনে হলের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৭-০৪-১৫
এ মানববন্ধনে হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শামীম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, হলের আবসিক শিক্ষার্থী শামীম হোসেন, বোরহান উদ্দিন বাপ্পী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের প্রানের হল মতিহার হল। কিন্তু অন্যান্য হলের তুলনায় এই হলের কার্যক্রম অতি নি¤œমানের। অনেক দিন ধরেই মতিহার হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর প্রতি কোন গুরুত্ব প্রদান করেনি। সর্বশেষ গত দুইদিনের ভূমিকম্পে হলের মধ্যে আরো বেশী ফাটল দেখা দিয়েছে। এরপরেও প্রশাসন এই ঝুঁকিপূর্ন তিনতালার উপর অতিরিক্ত একতালা নির্মান কাজ অব্যাহত রেখেছে।
আমরা এই মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই অনতিবিলম্বে যদি হল ভেঙ্গে পুনরায় সংস্কার করা না হয় তাহলে হলের শির্ক্ষাথীদের নিয়ে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো।
এ মানববন্ধনে হলের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৭-০৪-১৫