ইকো চ্যানেল নেটওয়ার্কে ককটেল হামলাকারীদের গ্রেফতার দাবিতে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ শহরে ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠান ইকো চ্যানেল কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদ ও অবৈধ কেবল ব্যবসা বন্ধের দাবিতে বুধবার সংবাদ সম্মেলন করেছে ক্যাবল অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, কোয়াব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক তাজ মোহাম্মদ আসফাক। বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, ক্যাবল ব্যবসায়ী জামাল আব্দুল নাসের পলেন, কবিরুল ইসলাম কবির, মাসুম বাবুসহ অন্যরা। এসময় উপদেষ্টা সাইদুর রহমান, মোতাহার হোসেন বুলু, মনিরুল ইসলাম মনি, মাইনুল হাসান ডিউক, রফিকুল ইসলাম কচি, ফাইজুর রহমানসহ কোয়াব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, শহরে অবৈধভাবে একটি ক্যাবল ব্যবসা চালানো হচ্ছে। তারা সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা করছে।
তারা অভিযোগ করেন প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
লিখিত বক্তব্যে না থাকলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, অবৈধভাবে ক্যাবল চালানো প্রতিষ্ঠান ‘রোজ ক্যাবল’ দূর্বত্তদের দিয়ে ইকো চ্যানেলে ককটেল হামলা চালিয়েছে।
সাংবাদিক সম্মেলনে ককটেল হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৫